Entertainment

21 hours ago

Sara Sengupta: ‘কখনও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি, আজ বলছি...’,ভিডিও মাধ্যমে কী বললেন তারকা কন্যা সারা?

Sara Sengupta
Sara Sengupta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আন্তর্জাতিক ক্ষেত্রে পোশাক বিপণির জনপ্রিয় মুখ সারা সেনগুপ্ত। ইতিমধ্যে দেশজুড়ে নানান বিজ্ঞাপনী সংস্থার হয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন জনসমক্ষে। তবে পেশা দুনিয়ার ব্যস্ততার কারণে বাড়ি ছেড়েছেন অনেক আগেই। কিন্তু যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তের বড় মেয়ে  সারা কখনও আক্ষেপের কথা না বললেও সম্প্রতি এক ভিডিয়োবার্তায় তিনি জানিয়েছেন, খানিকটা ভয়, খানিক ইতস্তত ভাব তাঁর মনে বাসা বেঁধেছে। তিনি এ-ও জানেন, চেনা জীবন ছেড়ে নতুন জীবনে পা রাখার শুরুতে এই অনুভূতিই স্বাভাবিক। 

তারকা-কন্যার জীবন শুরু হয়েছিল মা নীলাঞ্জনার কোলে,কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে পরিস্থিতির। তিনি বলেছেন, তাঁর জীবনে মায়ের মতো মাসির ভুমিকাও গুরুত্বপূর্ণ। বর্তমানে তাঁর জীবন পোশ্যো এবং বন্ধুদের মধ্যেই আবদ্ধ। এ ভাবেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আন্তর্জাতিক পোশাক বিপণির হয়ে হেঁটেছেন মার্জার সরণিতে। সারার পছন্দের পেশা তাই মডেলিং। তাঁর পছন্দে তাঁর মায়ের সিলমোহর রয়েছে।নিজের জীবনের গল্প বলতে গিয়ে সারা বলেছেন, “নতুন জীবন মানে ছেড়ে আসা দিনের কথা বার বার মনে পড়া। আমারও সেটাই হচ্ছে। পরিবার, বন্ধু, পোষ্যকে নিয়ে ঘেরা সে জীবন। খুবই আরামদায়ক সেই জীবন। তার বাইরেও একটা জীবন রয়েছে।” সেই জীবনও উপভোগ্য সারার কাছে। সেই জীবনে অনেক মজা আছে। কাজ ভাল হলে অনুরাগীদের প্রশংসা আছে। জীবনের ওঠাপড়া আছে। তিনি মনে করেন, সে সব নিয়েই জীবন সম্পূর্ণ হয়। তাই সারার কাছে এটি ‘দ্বিতীয় পরিবার’-এর মতোই আপন, ভালবাসার। 

সারা তাঁর ভিডিওতে ভয় কাজ করার কথা বলেছেন, কিন্তু তিনি হঠাৎ ভয়ের কথা বললেন কেন? এর উত্তরও তিনি দিয়েছেন।সারা জানিয়েছেন,তিনি হঠাৎ ভয়ের কথা বললেন কেন? এর উত্তরও তিনি দিয়েছেন।সারা জানিয়েছেন, “এই অনুভূতি প্রত্যেক মানুষের হয়। আমারও হচ্ছে। এটা লুকোনোর কোনও প্রয়োজন নেই।” তাঁর উত্তরের ধরণ দেখেই বোঝা যায়, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার কোনো তাড়া নেই তাঁর,বরঞ্চ  তিনি ধীরেসুস্থে নতুন আর পুরনো জীবনের মধ্যে এক অনন্য সেতুবন্ধ গড়ার চেষ্টা করছেন।   

You might also like!