
দিনহাটা, ২৮ অক্টোবর : বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে দিনহাটা ২ নম্বর ওয়ার্ডে ওই বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিজেপির নেতা অজয় রায়ের অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তনের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা সায়ন্তন বলেন, ওই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
