কলকাতা, ২৫ মার্চ : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে সরানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু হল বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে। শুভ্রকমলকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে সোমবারের পর মঙ্গলবারও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা।মঙ্গলবার সকাল থেকেই রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে কাজে আসছেন শুভ্রকমল। পড়ুয়াদের দাবি, বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন তিনি।