Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

International

6 hours ago

Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন

Earthquake in Tajikistan
Earthquake in Tajikistan

 

তেহরান, ২০ জুলাই : ফের কেঁপে উঠল তাজিকিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রবিবার সে দেশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভূপৃষ্ঠ থেকে অন্তত ১৬০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল। এর আগে গত ১২ জুলাই, ১৮ জুলাই-সহ জুন মাসের বিভিন্ন দিন তাজিকিস্তানে ভূমিকম্প হয়েছে।

এদিকে, উত্তর ইরানেও এদিন ভূকম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, রবিবার ভোরে উত্তর ইরানে ৫.৬ মাত্রার কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে। এর ফলে স্থলভাগে কম্পন ও ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে।

স্বল্প গভীরতার কারণে এ ধরনের ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা বেশি থাকে। এছাড়া, ভূপৃষ্ঠের কাছাকাছি উৎপত্তিস্থল হলে কম্পনের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বাড়ার ঝুঁকি থাকে।

উল্লেখ্য, পর্বতময় ভূপ্রকৃতি এবং বৈচিত্র্যময় জলবায়ুর কারণে তাজিকিস্তান প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ দেশ। দেশটি প্রায়ই ভূমিকম্প, বন্যা, খরা, তুষার ধস, ভূমিধস এবং কাদামাটির ধসের সম্মুখীন হয়। হিমবাহ-নির্ভর নদীর অববাহিকা, পাহাড়ি পরিবেশ এবং নদী তীরবর্তী এলাকা ভূমিধস ও ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।


You might also like!