International

6 hours ago

Charles Coste dies at 101: ১০১ বছরে প্রয়াত প্রবীণতম প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্ট

French cyclist Charles Coste
French cyclist Charles Coste

 

প্যারিস, ৩ নভেম্বর: বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন, প্রাক্তন ট্র্যাক সাইক্লিস্ট চার্লস কস্ট ১০১ বছর বয়সে মারা গেছেন, রবিবার ফরাসি ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি ঘোষণা করেছেন। কস্ট ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন এবং ২০২৪ সালের প্যারিস গেমসে মশাল বহনকারী ছিলেন। ফেরারি বলেন, "লন্ডনে অলিম্পিক চ্যাম্পিয়ন চার্লস কস্টের মৃত্যুর খবর পেয়ে আমি অত্যন্ত দুঃখিত"। "১০১ বছর বয়সে তিনি এক বিশাল ক্রীড়া ঐতিহ্য রেখে গেছেন।" ১৯৪৭ সালে তিনি ফরাসি জাতীয় খেতাব জিতেছিলেন এবং পরের বছর লন্ডনে দলীয় প্রচেষ্টায় অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। জানুয়ারিতে হাঙ্গেরিয়ান জিমন্যাস্ট অ্যাগনেস কেলেটির মৃত্যুর পর, ৮ ফেব্রুয়ারি, ১৯২৪ সালে জন্মগ্রহণকারী কস্ট ছিলেন সবচেয়ে বয়স্ক জীবিত অলিম্পিক চ্যাম্পিয়ন।

You might also like!