কলকাতা, ১৬ জুলাই : নিম্নচাপের প্রভাব কমে বৃষ্টি থামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বৃষ্টি থামলেই আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। তবে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাত চলবে। বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গেও, তবে বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগামী ২১ জুলাই পর্যন্ত কমবেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, তবে বিক্ষিপ্তভাবে, জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। শহর ও শহরতলির আকাশ মোটের উপর মেঘলাই থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।
আগামী ২১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২১ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি প্রত্যাশিত।