Country

9 hours ago

8 years of Yogi government: প্রতিটি ক্ষেত্রে প্রবৃদ্ধির সঙ্গে অগ্রণী রাজ্য হিসেবে আবির্ভূত উত্তর প্রদেশ,যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

গোরক্ষপুর, ২৫ মার্চ: প্রতিটি ক্ষেত্রে প্রবৃদ্ধির সঙ্গে অগ্রণী রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে উত্তর প্রদেশ। জোর দিয়ে বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, "রাজ্য এবং প্রশাসন একই; কেবল সরকার বদলেছে। বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে উত্তর প্রদেশ, যাকে উন্নয়নের অন্তরায় হিসেবে বিবেচনা করা হত, এখন প্রতিটি ক্ষেত্রে প্রবৃদ্ধির সঙ্গে এক নম্বর অগ্রণী রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে।"

উত্তর প্রদেশ সরকারের (যোগী আদিত্যনাথ সরকার) ৮ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে মঙ্গলবার গোরক্ষপুরে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের উপর ভিত্তি করে প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের মোটরচালিত ট্রাইসাইকেল বিতরণ করেছেন। এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "এই যাত্রা সহজ ছিল না। ২০১৭ সালের আগে পরিস্থিতি কঠিন ছিল, প্রতিদিন দাঙ্গা হত। পূর্ববর্তী সরকারের প্রতিটি জেলায় মাফিয়া ছিল, যারা জনগণের কাছ থেকে তোলাবাজি করত, জমি দখল করত, অবৈধ খনন করত এবং পশু পাচার করত; তাদের গুন্ডারা ব্যবসায়ী এবং মেয়েদের জন্য বিপদ ছিল। আমরা কেবল মাফিয়াদের শেষ করিনি, বরং 'এক জেলা এক মেডিকেল কলেজ'ও প্রতিষ্ঠা করেছি।"


You might also like!