Game

2 days ago

"Separated In 2022": সম্পর্কে ইতি! বিচ্ছেদ হয়ে গেল চাহাল-ধনশ্রীর, শেষমেশ কত কোটিতে দাঁড়াল খোরপোষ

File photo of Yuzvendra Chahal and Dhanashree Verma
File photo of Yuzvendra Chahal and Dhanashree Verma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চাহাল এবং ধনশ্রী। গুরুগ্রামে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নিজেদের ডিভোর্স পিটিশনে চাহাল এবং ধনশ্রী জানিয়েছেন যে ২০২২ সালের জুনে তাঁদের ‘বিচ্ছেদ’ হয়ে গিয়েছিল। অর্থাৎ খাতায়কলমে ১৯ মাসেই তাঁদের 'বিচ্ছেদ' হয়ে গিয়েছিল।বম্বে হাই কোর্ট বান্দ্রার এক পারিবারিক আদালতকে বুধবার নির্দেশ দিয়েছিল, ২০ মার্চের মধ্যে চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদের মামলার শুনানি শেষ করে রায় দিতে হবে। সেই নির্দেশ মেনেই আজ, চাহাল এবং ধনশ্রী সেই পারিবারিক আদালতে যান। সেখানে তাঁদের দু’জনের মুখেই মাস্ক দেখা যায়। কয়েক ঘণ্টা পর সেখান থেকে তাঁরা চলে যান।এরপর ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের আইনজীবী নীতীন কুমার গুপ্ত মিডিয়াকে জানান, যে চাহাল ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদ আদালত মঞ্জুর করেছে।

এর আগে নানা মিডিয়া রিপোর্ট অনুযায়ী শোনা গিয়েছিল, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হলে চাহালকে ৬০ কোটি টাকা খোরপোশ দিতে হবে। এ বার সামনে এসেছে আসল তথ্য। আসলে ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে চাহালকে।

২০২০ সালের ডিসেম্বরে ধনশ্রী ও চাহালের বিয়ে হয়। এরপর ভালোই ছিলেন তাঁরা। তবে গত আড়াই বছর ধরে তাঁরা আলাদা রয়েছেন। এরপর আদালতের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের জন্য চাহালকে বলা হয়েছিল ধনশ্রীকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে। ইতিমধ্যে ২ লক্ষ ৩৭ কোটি টাকা ধনশ্রীকে দিয়েছেন চাহাল। বাকি টাকা নিয়ে উভয় পক্ষের সম্মতিতে পরে মিটমাট করা হবে বলে জানা গিয়েছে।

You might also like!