দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত বছরেই মোদীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন মাইক্রোসফ্টের কর্ণধার বিল গেটস। নতুন বছর পড়তেই ফের একবার ভারত সফরে এসেছেন তিনি। তিন বছরে এই নিয়ে টানা তিন বার এদেশে এলেন তিনি।নয়াদিল্লিতে ফের একবার মোদী এবং বিল গেটসের মধ্যে বৈঠক হয়। যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), স্বাস্থ্য পরিষেবা, কৃষি সহ একাধিক সেক্টর নিয়ে দুজনের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, ভারতের বুলে আরও বৃহত ডিজিটাল পরিকাঠামো তৈরি করা নিয়েও বিল গেটস এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। বৈঠকের একটি ছবি অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স (আগে-টুইটার) এ পোস্ট করেছেন মাইক্রোসফট কর্তা (Bill Gates-Modi Meeting) ।
আর তা পোস্ট করে তিনি লিখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের উন্নয়ন নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। উন্নত ভারতের গড়ার কথাও উল্লেখ বিল গেটসের টুইটে। একই সঙ্গে স্বাস্থ্য, কৃষি সহ একাধিক সেক্টর কীভাবে কাজ করছে তাও এদিন তুলে ধরা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে গেটসের সেই টুইটকে রিটুইট করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
যেখানে তিনি লিখছেন, প্রত্যেকবারের মতো বিল গেটসের সঙ্গে দারুণ একটা বৈঠক হয়েছে। ভাল ভবিষ্যত তৈরির লক্ষ্যে প্রযুক্তি সহ একাধিক সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়ায় উল্লেকঝ করেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সরকার এবং গেটস ফাউন্ডেশন সহযোগিতার বিষয়ে কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জুয়ানা যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আগামিদিনে দেশ কীভাবে এগোবে তা নিয়ে গেটস এবং নাড্ডার মধ্যে আলোচনা হয়েছে বলেও খবর।
এদিন সংসদেও যান মাইক্রোসফট কর্ণধার। যেখানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও দীর্ঘক্ষন বৈঠক করেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, নয়াদিল্লিতে গেটস ফাউন্ডেশনের ২৫ তম জন্মবার্ষিকী রয়েছে। আর সেই উপলক্ষ্যেই সম্প্রতি ভারতে এসেছেন মাইক্রোসফট কর্তা।
VIDEO| Delhi: Addressing the Future Forward: Shaping Global Futures with Indian Innovations Event and Roundtable on Health Innovations, former CEO of Microsoft, Bill Gates (@BillGates) said:
— Press Trust of India (@PTI_News) March 19, 2025
"I think it's a very exciting time... It was back in 1997 when I was the fulltime CEO… pic.twitter.com/vGPCwIpk70