Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

4 months ago

এবার সবচেয়ে সস্তায় প্রিমিয়াম বাইক লঞ্চ Aprilia -এর! স্পোর্টস বাইকে মিলছে 13,050 টাকা ছাড়

Aprilia RS 457
Aprilia RS 457

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : এপ্রিলিয়া ইন্ডিয়া (Aprilia India) তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক Aprilia RS 457-এর উপর নতুন ছাড়ের ঘোষণা করেছে। বিশেষ করে যারা কুইকশিফটার (Quickshifter) অ্যাক্সেসরিজ সহ বাইকটি কিনতে চান, তাদের জন্য এই অফার বেশ লাভজনক হতে পারে। সাধারণত এই অ্যাক্সেসরিজ কিনতে ২০,০৫০ টাকা খরচ হয়। তবে বিশেষ অফারের কারণে এটি ৭,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। এর অর্থ হল মোট ১৩,০৫০ টাকা ছাড় পাওয়া যাবে।

চলতি বছর জানুয়ারিতেই বাইকের ১০ হাজার টাকা বাড়িয়েছে কোম্পানি। যাঁরা Aprilia RS 457 স্পোর্টস বাইক কিনতে আগ্রহী বা আগামীদিনে কেনার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এই অফার কাজে আসতে পারে। তবে, আপাতত অফারটি ভারতে কেবল একটি শহরেই পাওয়া যাচ্ছে। শুধুমাত্র দিল্লিতেই পাওয়া যাবে এই ছাড়, যা রয়েছে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। এটি ছাড়াও প্রি-বুকিংয়ে ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার দাবিও করেছে এপ্রিলিয়া।

উচ্চ কর্মদক্ষতার জন্য এই মোটরসাইকেলে ৪৫৭ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৪৬.৭ হর্সপাওয়ার এবং ৪৩.৫ এনএম টর্ক তৈরি করতে পারে। একে যোগ্য সঙ্গত দেয় ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্স। গ্রাহকেরা এই বাইকের সাথে কুইকশিফটার অ্যাক্সেসরিজ হিসেবে বেছে নিতে পারেন।

বাইকের অন্যান্য হার্ডওয়্যার সেটআপের মধ্যে মিলবে অ্যালমুনিয়াম ফ্রেম দিয়ে তৈরি বডি, মিলবে আপসাইড ডাউন এবং মনোশক সাসপেনশন, দু’চাকাতেই ডিস্ক ব্রেক এবং স্কিডিং এড়াতে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। স্মার্ট ফিচার হিসেবে পাওয়া যাবে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন এবং এলইডি লাইটিং। অফার বাদ দিলে ভারতে এই স্পোর্টস বাইকের দাম ৪.২০ লাখ টাকা (এক্স-শোরুম)।

You might also like!