kolkata

1 hour ago

Newtown Accident: নিউ টাউনে পথ দুর্ঘটনায় আহত ৭, নিয়ন্ত্রণ হারানো গাড়ি আটক

Kolkata Newtown Accident
Kolkata Newtown Accident

 

কলকাতা, ২১ নভেম্বর : সাতসকালে নিউ টাউনে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন মোট সাতজন। শনিবার সকালে বিশ্ব বাংলা গেট থেকে আকাঙ্ক্ষা মোড়মুখী একটি গাড়ি ইকোপার্কের চার নম্বর গেটের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি প্রথমে রাস্তার ধারের ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে তা পার হয়ে এপ্রোচ ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাইকের উপর উঠে যায়। ওই বাইকে থাকা আরোহী সহ আশপাশে থাকা মোট সাতজন গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার জেরে গাড়ির চালকও মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ গাড়িটি এবং গুরুতর আহত চালককে নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!