Entertainment

1 hour ago

Ranveer Singh: রণবীর সিং-এর সঙ্গে ট্রাম্পের ‘হবু বউমা’ উদ্দাম নাচে মজলেন—মেগাবাজেটের বিয়েবাড়ির এই ভিডিও নেটভুবনে জনপ্রিয়!

Ranveer Singh makes Donald Trump Jr and his girlfriend dance at Udaipur wedding
Ranveer Singh makes Donald Trump Jr and his girlfriend dance at Udaipur wedding

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের আমন্ত্রণে কয়েকদিনের জন্য ভারতে এসেছেন ট্রাম্প জুনিয়র, সঙ্গে ছিলেন তার সঙ্গী প্রেমিকা বেটিনা আন্ডারসন। উদয়পুরে জমে উঠেছে আমেরিকান বংশোদ্ভূত ধনকুবের রামা রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তানার মেগাবাজেটের বিয়ের আসর। এই বিয়েবাড়িতে আমন্ত্রণ রক্ষার্থে ডোনাল্ড ট্রাম্পের পুত্র তার হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারত সফরে এসেছেন। উদয়পুরের এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এ ট্রাম্পের ‘হবু বউমা’কে সঙ্গে নিয়ে উদ্দাম নাচে মজলেন রণবীর সিং,যে ভিডিও সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। 

মেগাবাজেট বিয়েবাড়ি থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেল, মঞ্চে উঠে প্রথমেই ট্রাম্পপুত্র এবং তাঁর প্রেমিকার সঙ্গে কুশল-মঙ্গল বিনিময় করেন রণবীর সিং। ঠিক তার পরই বেটিনা আন্ডারসনের হাত ধরে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সুপাহহিট গান ‘হোয়াট ঝুমকা’ গানে নাচা শুরু করলেন রণবীর। বলিউড অভিনেতার এহেন এনার্জি আর ডান্স স্টেপ দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেননি ট্রাম্প জুনিয়রের প্রেমিকাও। মুগ্ধনয়নে রণবীরের দিকে চেয়ে বলিউডি নাচ শিখলেন এবং মঞ্চ মাতালেন। বলিউড নায়কের সঙ্গে বেটিনা আন্ডারসনের পারফরম্যান্স দেখে রীতিমতো ‘থ’ জুনিয়র ট্রাম্প! তবে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে ভোলেননি তিনি। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছে। কানাঘুষো, খুব শিগগিরিই জুনিয়র ট্রাম্পের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বেটিনা। এবার দেখার, তাঁদের বিয়েতে রণবীর সিংয়ের ডাক পড়ে কিনা?

সিনেপর্দার বাইরেও অনুরাগীদের বিনোদন দিতে রণবীর সিংয়ের জুড়ি মেলা অবশ্য ভার! বলিউডের হাইপ্রোফাইল পার্টি-প্রিমিয়ার থেকে যে কোনও অনুষ্ঠান, একাই মাতিয়ে দেন রণবীর। এপ্রসঙ্গে অক্ষয় কুমার একবার রসিকতা করে বলেছিলেন, “রণবীরকে তো টেনে-হিঁচড়ে মঞ্চ থেকে নামাতে হয়। বর-বউ ফুলশয্যায় যেতে চাইছে, কিন্তু রণবীরের জন্য পারছে না। ও নেচেই যাচ্ছে। বর-বউ ফুলশয্যায় গেলেও বিয়েবাড়িতে রণবীরের নাচ শেষ হয় না…!” উদয়পুরের মেগাবাজেট বিয়েবাড়িতেও তেমন দৃশ্যই ধরা পড়ল। বছরখানেক ধরে ক্যারিয়ারে মন্দা থাকলেও রণবীর সিংয়ের জনপ্রিয়তা কমেনি, এবং এই ভিডিও তার প্রমাণ। শুধু শাহরুখ বা সলমন নয়, বলিউড তারকাদের আন্তর্জাতিক খ্যাতি কতটা, তা ট্রাম্প জুনিয়র তার হবু স্ত্রীকে নিয়ে রণবীরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্ত দেখেই ভালোভাবে বোঝা গেল। 



You might also like!