
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দেশ। এখনও পর্যন্ত পাওয়া খবরে, প্রাণ হারিয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষের এক ঘনিষ্ঠজনও। প্রিয় মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন অভিনেত্রী।
এক সপ্তাহ আগেও বন্ধুর সঙ্গে কথা হয়েছিল পায়েলের। তাই বিশ্বাস করে উঠতে পারছেন না, বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেই বন্ধুর। সংবাদমাধ্যমকে পায়েল বলেছেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, ও আর নেই। আমাদের এক সপ্তাহ আগেও কথা হয়েছিল। ও খুব প্রাণবন্ত ছিল। সব সময় হাসিখুশি থাকত। ভাবতে পারছি না, এমন ভাল একটা মানুষকে এত নৃশংস ভাবে চলে যেতে হল।”
পায়েলের পরিবারের মতোই ছিলেন নাকি সেই বন্ধু। অভিনেত্রী বলেছেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি। আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছি, একসঙ্গে লড়াই করেছি। ওকে হারিয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি।” দিল্লির ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানানোর আর্জি রেখেছেন পায়েল। উল্লেখ্য, বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন পায়েল। একসময় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে খবরে উঠে এসেছিলেন তিনি।
উল্লেখ্য, লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় এক কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে তদন্তে। পিটিআই সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঠিক আগে গাড়িটি ব্যবহার করছিলেন কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ নামে এক চিকিৎসক। ৩৬ বছর বয়সি উমর শ্রীনগরের এক মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন এবং ২০১৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
