
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৬০ কোটি টাকার আর্থিক কারচুপির মামলায় শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার নাম জড়িয়েছে—এমন অভিযোগের জেরে তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে, আর আদালতের নির্দেশে বাতিল হয়েছে নির্ধারিত বিদেশ সফরও। এককথায়, দম্পতির জীবনে যেন আইনি জটিলতার ছায়া কাটছেই না। এমন পরিস্থিতিতে ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আয়োজিত বৃন্দাবন পদযাত্রায় যোগ দিয়ে নানারকম কটাক্ষের মুখে পড়েছেন শিল্পা। নিন্দুকদের দাবি, ‘ষাট কোটির আর্থিক মামলার চাপ থেকে মুক্তি পেতেই নাকি ধর্মে মন দিয়েছেন অভিনেত্রী, তাই এই পদযাত্রায় যোগ।’ তবে স্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য সহ্য করতে না পেরে অবশেষে মুখ খুলেছেন রাজ কুন্দ্রা, আর তাতেই আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে এই তারকা–দম্পতি।
প্রসঙ্গত, ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বৃন্দাবন পদযাত্রায় রাজপাল যাদব, একতা কাপুর, ক্রিকেটার শিখর ধাওয়ান-এর পাশাপাশি শিল্পা শেট্টিও যোগ দিয়েছিলেন। আর তারকাখচিত সেই ছবি শেয়ার করেই জনৈক নেটিজেন দাবি করেন, ‘এঁদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। তাই আইনি জটিলতার মাঝে পাপ ধুতেই এই তারকারা পদযাত্রায় যোগ দিয়েছেন।’ যদিও এই পোস্টের মূল নিশানায় যে শিল্পা শেট্টি, তা বুঝতে বাকি থাকেনি কারও। দাবানল গতিতে ভাইরাল হয় ওই পোস্ট। নজর এড়ায়নি রাজ কুন্দ্রার। পালটা ওই নিন্দুককে তোপ দেগে শিল্পার স্বামী বলেন, “ধোঁয়াশার অন্ধকারে থাকা লোকজন সাধারণত বেশিই চেঁচায়। কিছু মানুষ বিশ্বাসেই শান্তির খোঁজ পায়। কেউ বা আবার ট্রোল করে শান্তি পায়। সনাতন ধর্মের পাশে থাকা, আধ্যাত্মিক বিশ্বাস থাকা এবং ধর্মের পথে চলা নিয়ে যদি আপনাদের এতই আপত্তি থাকে, তাহলে বুঝতে হবে সমস্যাটা আমাদের কারও না, সমস্যাটা আপনার তিক্ত মানসিকতায়।”
এখানেই অবশ্য থামেননি রাজ কুন্দ্রা। তাঁর সংযোজন, “আইন আইনের পথে হাঁটবে। সত্যিটা প্রকাশ্যে আসবেই। ভালো থাকবেন।” প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসেই বলিউডের হাইপ্রোফাইল তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। সংশ্লিষ্ট মামলাতেই দিন কয়েক আগে বম্বে হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল তারকাদম্পতিকে। আদালতের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়, “আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে, সেখানে ঘুরতে যান।”
