Country

1 hour ago

Delhi-NCR Air Pollution: রবিতেও রাজধানীর বাতাস দূষিতই, উদ্বিগ্ন দিল্লিবাসীরা

Delhi’s air quality remains ‘very poor’
Delhi’s air quality remains ‘very poor’

 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : দূষণ পরিস্থিতির উন্নতি হওয়ার চিহ্ন নেই দিল্লিতে। রাজধানীর বাতাস এখনও দূষিতই। রবিবার সকালে দূষণে একেবারে নাজেহাল অবস্থা ছিল রাজধানীতে। কর্তব্য পথের আশেপাশের এলাকা ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। দূষণের জেরে চিন্তায় রাজধানীর বাসিন্দারা।

রবিবার সকাল ৮টা নাগাদ দিল্লির সামগ্রিক বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই) ছিল ৩৮৫। তবে আনন্দ বিহার, চাঁদনী চক, আইটিও এবং বাওয়ানার মতো কিছু এলাকায় বাতাসের গুণমান ছিল ‘গুরুতর’। এদিন আনন্দ বিহারে ছিল ৪১২, চাঁদনী চকে ৪১৮, আইটিও-তে ৪১৭ এবং বাওয়ানায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৩৬। রবিবার দিল্লিতে বাতাসের সামগ্রিক মান খুব খারাপ পর্যায়ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বাতাসের গুণমান গুরুতর শ্রেণীতে থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

You might also like!