
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘সময় চলিয়া যায়’—কবি যোগীন্দ্রনাথ সরকারের ‘কাকাতুয়া’র এই পঙ্ক্তি শুধু একটি বাক্য নয়, এক অনিবার্য সত্য। তবে সেই সত্য যেন সবার ক্ষেত্রে খাটে না। অন্তত বলিউডের খান ত্রয়ীকে দেখলে তো মনে হয়, সময় যেন তাঁদের কাছে হাতের মুঠোয় বাঁধা। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘প্যায়ার কিয়া তো ডরনা কিয়া’র সেই আইকনিক গানে ২০২৫ সালেও তিনি একই দক্ষতায় নেচে দেখালেন। আর তাঁর সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত ছিলেন ‘ভাই’ শাহরুখ খানও। দু’জনের সেই নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল বিনোদন জগতে।
দিল্লির এক বিয়েবাড়িতে পাশাপাশি দেখা মিলল দুই সুপারস্টারের। একে অপরকে আলিঙ্গন করার পরই তাঁরা নেচে উঠলেন সেই সুপারহিট, জনপ্রিয়তার শিখরে থাকা গানটিতে। ‘ও ও জানে জানা’ আজ নস্ট্যালজিয়ার প্রতীক, যদিও গত শতকের শেষদিকে সলমন খানের ‘শার্টলেস’ লুক আর তাঁর লিপে এই গানই তৈরি করেছিল ধুমধাড়াক্কা। শুধু গান নয়, তার সঙ্গে থাকা ‘ভাইজান’-এর বিখ্যাত স্টেপও মুগ্ধ করেছিল দর্শকদের। দীর্ঘ সময় পেরিয়েও সলমন বুঝিয়ে দিলেন—তিনি এখনও সেই স্টেপ একদম ভুলে যাননি।
কিন্তু এর চেয়েও যেটা সবচেয়ে বেশি অবাক করছে সেটা শাহরুখের নাচ। নেটিজেনরা প্রশ্ন করছেন, ‘শাহরুখের প্রতি মুগ্ধতা। সলমনের গানের স্টেপও তিনি মনে রেখেছেন।’ ‘কিং’-এর আরেক ভক্তের কমেন্ট, ‘শাহরুখ কী করে পারলেন এতদিন পরেও স্টেপগুলি মনে রাখতে!’ প্রসঙ্গত, ওই গান ছাড়াও শাহরুখ ও সলমন এদিন আরও বেশ কিছু গানে কোমর দুলিয়েছেন। বরবধূকে অভিনন্দন জানাতেও দেখা গিয়েছে তাঁকে। তাঁরা ছাড়াও বিয়ের মঞ্চ আলো করে ছিলেন লাস্যময়ী জাহ্নবী কাপুর। তিনিও পারফর্ম করেন এদিন।
১৯৯৮ সালে সলমন ও শাহরুখ দু’জনেই ছিলেন জনপ্রিয়তার শিখরে। সেই বছর সলমনের ঝুলিতে আসে ‘প্যায়ার কিয়া তো ডরনা কিয়া’, আর শাহরুখ উপহার দেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো আইকনিক ছবি—যেখানে অতিথি শিল্পী হিসেবেও দেখা গিয়েছিল সলমনকে। এত বছর পেরিয়ে গেলেও খানদের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিও যেন আবারও মনে করিয়ে দিল সেই অমোঘ সত্যিটাই।
