Entertainment

1 hour ago

June Malia: রাজনীতি সামলেই অভিনয়ে ফেরার ঘোষণা—ওয়েবে নতুন চরিত্রে ফিরছেন জুন মালিয়া!

Indian actress June Malia
Indian actress June Malia

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজনীতি থেকে অভিনয়—সবকিছুই প্রায় একসাথে চালিয়ে গেছেন জুন মালিয়া। তবে বর্তমানে তিনি পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন। সদ্য কলকাতায় অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন এবং উৎসবের নানা দিকনির্দেশনাও সামলেছেন। সবকিছু সামলানোর পর এবার অভিনেত্রী অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দর্শকরা তাঁকে ছোটপর্দা এবং বড়পর্দা—উভয় ক্ষেত্রেই সমানভাবে পছন্দ করেন।

এবার শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয় ২’-এ দেখা যাবে জুনকে। ‘অনিমেষ দত্ত’র ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে আগের মতোই অভিনেত্রীকে। খুব শিগগিরি শুটিং শুরু করবেন নাকি জুন। আগামী ২৩ তারিখ থেকেই নাকি শুরু হবে জুনের শুটিং। ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শুরু হয়েছে। সোশাল মিডিয়ায় তার ঝলক ভাগ করে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। নৈহাটি, ব্যারাকপুর, কলকাতা ও ঝাড়খণ্ড-সহ বেশ কিছু জায়গায় রমরমিয়ে চলছে ‘ আবার প্রলয় ২’ সিরিজের শুটিং। শুধু তাই নয় ‘অনিমেষ দত্তরূপে শাশ্বত চট্টোপাধ্যায়ের শুটিংয়ের একগুচ্ছ ছবিও ভাগ করে নিয়েছেন রাজ নিজে। 

অপরদিকে, এর আগে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল জুনকে। এবার ধারাবাহিকে তিনি কখন ফিরবেন, সে বিষয়েও সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন মাস থেকে নতুন ধারাবাহিকে কাজ শুরু করার ইচ্ছে রয়েছে। এখন দেখার বিষয়, দর্শক তাঁকে কোন নতুন চরিত্রে এবং কোন ধারাবাহিকে দেখতে পাবেন—সবটাই এখন অপেক্ষার বিষয়। 

You might also like!