Entertainment

1 hour ago

That's Harassment: ভারতে অনুষ্ঠানে হেনস্থার শিকার আন্তর্জাতিক গায়ক, নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল!

Akon Bengaluru concert viral video
Akon Bengaluru concert viral video

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতে সফরকালে হেনস্থার শিকার হয়েছেন আমেরিকার জনপ্রিয় গায়ক একন। ৯ নভেম্বর দিল্লি থেকে তাঁর ভারত সফর শুরু হয়েছিল। শুক্রবার, ১৫ নভেম্বর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ই তিনি কিছু অনুরাগীর হাতে হেনস্থার সম্মুখীন হন। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, গায়ক ভিআইপি আসনের সামনে দাঁড়িয়ে গান পরিবেশন করছিলেন। গাইতে গাইতে তাঁকে বারবার প্যান্ট টেনে তুলতে দেখা গেছে। ঝলক থেকে বোঝা যায়, কিছু অনুরাগী তাঁকে দর্শকস্রোতের মধ্যে নামানোর চেষ্টা করছিলেন এবং প্যান্ট ধরে টানাটানি করছিলেন। তবুও গায়ক পরিস্থিতি সামলে গান চালিয়ে গেছেন, একটুও রাগ বা বিরক্তি প্রকাশ করেননি। তবে, ভিডিও থেকে পরিষ্কার যে তিনি তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে ছিলেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতীয় দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তাঁরা মন্তব্য বিভাগে তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং আফসোস করেছেন যে, কিছু ব্যক্তির অনৈতিক আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। উল্লেখ্য, শনিবার মুম্বইয়ের অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক গায়ক একনের ভারত সফর শেষ হয়েছে। তার আগে এই ধরনের অভিজ্ঞতা একটুও স্বাভাবিক নয়, এতে একনের অনুরাগীরাও একমত।

 

You might also like!