
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিগত প্রায় এক সপ্তাহ ধরে মায়ানগরীতে উৎকণ্ঠার পরিবেশ। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হবার পর থেকে তাঁর পরিবার উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছে। একই সঙ্গে বলিউড জগৎ বিনিদ্র রাত পার করছে এই দুশ্চিন্তার কারণে। হাসপাতালে ভর্তি হওয়ার পর ছড়িয়ে পড়েছিল ভুয়ো মৃত্যুসংবাদ, যা হেমা মালিনী ও মেয়ে এষা দেওলের পোস্টের মাধ্যমে বন্ধ করা যায়। তবে এসবের মাঝেই নেটপাড়ায় ভাইরাল হয় ধর্মেন্দ্রের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে বেডে অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন। ভিডিওটি ঘিরে নেটপাড়ায় শুরু হয় তীব্র আলোচনা ও চর্চা।
ওই ভিডিওতে দেওল পরিবারের সকল সদস্যকেও দেখা গেছে। অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে ছিলেন ববি দেওল ও সানি দেওল, সঙ্গে ছিলেন সানির দুই পুত্র করণ দেওল ও রাজবীর দেওল। উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরও। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সকলের মন কেমন খারাপ অবস্থায় রয়েছে। এই একান্ত পারিবারিক মুহূর্ত মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের এক কর্মচারী গোপনে ক্যামেরাবন্দি করেন এবং পরে তা নেটপাড়ায় ছড়িয়ে দেন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর মুম্বই পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করে এবং গোপনে ভিডিও করার অভিযোগে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের ‘হিম্যান’ বাড়ি ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর পরিবার এবং অনুরাগীরা। তবে হাসপাতালে থাকা অবস্থায় ধর্মেন্দ্রের আশেপাশে হঠাৎ জমা হয়েছিল আমজনতা ও পাপারাজ্জিদের ভিড়, যা নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ। বুধবার বাড়ি ফেরার পরেও বাইরে একই পরিস্থিতি দেখা যায়। সানি দেওল বাড়ির বাইরে পা রাখতেই একদল ছবিশিকারির ভিড় দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি তৎক্ষণাৎ বলে ওঠেন, “আপনাদের লজ্জা করে না? আপনাদের পরিবারে সদস্যরা নেই? নির্লজ্জের মতো ছবি তুলে যাচ্ছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত।”সানির এই ভিডিওও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঝড়ের মতো ভাইরাল হয়েছে।
The Full Video From Dharmendra ji
— Jolly Christian (@Jolly7294) November 13, 2025
His discharge from the Hospital
But health is not Well
Please Pray For Dharmendra ji 🙏 #DharmendraDeol #dharmendra pic.twitter.com/D7Z56vrbVo
