
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চতুর্থ বিবাহবার্ষিকীতেই যেন ‘ডবল খুশির মূহূর্ত’। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। কন্যাসন্তানের আগমনে স্বামী-স্ত্রী থেকে এবার তারা বাবা-মা হলেন। শনিবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে এই সুখবর শেয়ার করেছেন তারা। বর্তমানে নতুন বাবা-মা হিসেবে সকলের শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি। ঘটনাচক্রে আবার আজই রাজকুমার এবং পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রাম পোস্টে সেকথা উল্লেখ করে অভিনেতা লেখেন, “চতুর্থ বিবাহবার্ষিকীতে ভগবানের দেওয়া সেরা আশীর্বাদ।” জানা গিয়েছে, নতুন মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে। অভিনেতার মিষ্টি পোস্ট নিমেষে ভাইরাল। শুভেচ্ছাবার্তায় তাঁদের ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।
এক দশক আগে পত্রলেখার সঙ্গে রাজকুমারের পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয় এবং পরে তারা লিভ-ইন সম্পর্কে শুরু করেন। একাধিক সাক্ষাৎকারে রাজকুমার জানিয়েছিলেন, প্রথমবার এক বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখেই তিনি মুগ্ধ হয়ে যান। পরবর্তীতে সেই বন্ধুত্ব ২০১৪ সালে প্রেমে রূপ নেয়, যখন দুজনে একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় কাজ করেন। ২০২১ সালের অক্টোবর মাসে এক পার্টিতে ঘনিষ্ঠমহলের সামনে রাজকুমার পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন, আর ঠিক একমাস পর, নভেম্বর মাসে তারা সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের বিয়েতে আভিজাত্যের সঙ্গে বাঙালিয়ানার ছোঁয়া থাকায় অনেকের প্রশংসা কুড়িয়েছেন এই দম্পতি। সেদিনই একে-অপরকে বলেছিলেন – ‘আমার পরান ভরা ভালবাসা তোমায় সমর্পণ করিলাম।’
তারকাদের দাম্পত্য জীবনের ঘুঁষধরা কেচ্ছা বি-টাউনে যেন সাধারণ ঘটনা। তবে রাজকুমার ও পত্রলেখা সবসময় তাঁদের ব্যক্তিগত জীবন লাইমলাইটের বাইরে রেখেছেন। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে দেখা গেলেও তাঁদের সম্পর্ক নিয়ে এ পর্যন্ত কোনও নেতিবাচক গসিপ শোনা যায়নি। ৯ জুলাই নিজেরাই সোশাল মিডিয়ায় সন্তানের বাবা-মা হতে চলার সুখবর দেন তাঁরা। শনিবার সকালে সেই অপেক্ষার অবসান—কোল আলো করে এসেছে কন্যাসন্তান। প্রথম সন্তানের আগমনে আনন্দে ভেসে যান তারকা দম্পতি।
