Country

5 hours ago

Visakhapatnam earthquake scare: অন্ধ্রপ্রদেশে মৃদু ভূমিকম্প, হতাহতের খবর নেই

Mild Earthquake Jolts Visakhapatnam
Mild Earthquake Jolts Visakhapatnam

 

বিশাখাপত্তনম, ৪ নভেম্বর : অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় মঙ্গলবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ভূমিকম্পটি ভোর ৪টা ১৯ মিনিটে রেকর্ড করা হয়। পাশের বিশাখাপত্তনম জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়। তবে কোনও হতাহতের খবর বা সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সামান্য আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এলাকাটি ভূমিকম্প প্রবণ হওয়ায় সতর্ক থাকা জরুরি। প্রশাসন জানিয়েছে, আপাতত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You might also like!