Breaking News
 
Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা Cristiano Ronaldo: অবসর নিয়ে জল্পনার অবসান! ২০২৬ বিশ্বকাপের আগেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা রোনাল্ডোর

 

Entertainment

1 hour ago

Hrithik Roshan-Zarine Khan: প্রাক্তন শাশুড়ির স্মরণসভায় হৃতিকের চোখে জল, কান্নায় ভেঙে পড়লেন সুজান!

Sussane Khan at the prayer meet and Hrithik Roshan
Sussane Khan at the prayer meet and Hrithik Roshan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ৭ নভেম্বর মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী জারিন খান। প্রয়াত অভিনেত্রীর শেষ দর্শনে ভিড় জমিয়েছিলেন বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় জারিন খানের স্মরণসভা, যেখানে প্রাক্তন শাশুড়ির স্মরণে উপস্থিত ছিলেন হৃতিক রোশনও। তিনি সেখানে গিয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন। 

জারিন খানের স্মরণসভায় হৃতিক তাঁর সঙ্গে ‘প্রাক্তন শাশুড়িমা’র সম্পর্ক ঠিক কেমন ছিল তা নিয়ে বলেন। এককথায় স্মৃতির পাতায় ডুব দেন হৃতিক। বলেন, ‘জারিন খান ছিলেন পরিবারের হৃদয়।’ হৃতিক ছাড়াও এদিন প্রয়াত অভিনেত্রীর স্মরণসভায় যোগ দিয়েছিলেন সইফ আলি খান, জীতেন্দ্র, রাকেশ রোশন প্রমুখ। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই স্মরণসভারই একটি ভিডিও। যা সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন জারিনকন্যা ফারাহ। ভিডিও পোষ্ট করে ফারাহ লিখেছেন, ‘ সারা দুনিয়ার কাছে তিনি জারিন সঞ্জয় খান হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আমার কাছে তিনি শুধু আমার মা। আমার পৃথিবী। তাঁর কাছে সকলের গুরুত্ব সমান ছিল।’ সবাইকে সমান চোখে দেখতেন তিনি। আমরা তাঁর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’ মাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। মায়ের স্মরণসভায় বিভিন্ন ব্যক্তিত্বের মুখে মায়ের স্মৃতিচারণা শুনে রীতিমতো কেঁদে ভাসান তিনি। পাশে ছিলেন ভাই জায়েদ খানও। 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রখ্যাত অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী, জারিন খান। মায়ের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন সুজান খান। জীবনের এই কঠিন সময়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন হৃতিক রোশন নিজে। অভিনেত্রীর প্রয়াণের খবর জানার পর প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে তিনি তড়িঘড়ি পৌঁছে যান প্রাক্তন শ্বশুরবাড়িতে। এবার জারিন খানের স্মরণসভাতেও উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন হৃতিক।

You might also like!