Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Entertainment

2 hours ago

Hema Malini-Dharmendra: ‘সবটাই ঈশ্বরের হাতে’ — ধর্মেন্দ্রর বর্তমান শারীরিক অবস্থা জানালেন হেমা মালিনী!

Hema Malini opens up on Dharmendra’s health
Hema Malini opens up on Dharmendra’s health

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বলিউডের ‘হিম্যান’-এর বাড়ি ফেরা ঘিরে স্বস্তি ফিরে এসেছে তাঁর পরিবার ও অনুরাগীদের মধ্যে। বাড়ি ফেরার পর ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার বিষয়ে মুখ খুললেন হেমা মালিনী। 

এদিন ধর্মেন্দ্র কেমন আছেন তা বলতে গিয়ে হেমা বলেন, “এটা আমার ও আমাদের পরিবারের জন্যও অত্যন্ত কঠিন সময়। ধর্মেন্দ্রর সন্তানরাও খুবই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তবে উনি যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এতে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি। একের পর এক বিনিদ্র রাত ক্তছে আমাদের। এখন তাঁর কাছে পরিবার ও প্রিয়জনদের থাকার প্রয়োজন। বাকি সবটাই এখন ঈশ্বরের হাতে। ওনার দ্রুত আরোগ্য কামনা করবেন।” উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। 

বলিউডের প্রখ্যাত অভিনেতাকে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন অনেকেই। অন্যদিকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন। আর আমাদের একান্তে থাকতে দিন।” বুধবার ধর্মেন্দ্র বাড়ি ফেরার পর চিকিৎসক প্রতীত সমদানি জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। 

You might also like!