
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কৌতুক শিল্পী ভারতী সিং এ বছরের অক্টোবরেই তাঁর দ্বিতীয় গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন এবং ইউটিউব ভ্লগে নিয়মিত নিজের শারীরিক অবস্থার আপডেটও জানিয়ে আসছেন। এর মধ্যেই তাঁকে সারপ্রাইজ বেবি শাওয়ার দিল ‘লাফটার শাওয়ার’ টিম।
ভারতী ইনস্টাগ্রামে পুরো লাফটার শেফস দলকে ট্যাগ করেন এবং একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায় যে, সবাই তাঁকে কাজের জন্য ডেকেছিল এবং পরে তাঁকে একটি মিষ্টি বেবি শাওয়ার দিয়ে সারপ্রাইজ দেয়। আবেগপ্রবণ ভারতী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এত্ত লোক আমার ওপর একসঙ্গে হামলা করেছিল। আমি জানি এই ভিডিয়ো দেখে কিছু মানুষ আমার উপর রেগে যাবেন যে তাঁদের কেন ডাকা হল না, বিশ্বাস করুন আমি নিজেও জানতাম না।’
ভারতীর বেবি শাওয়ারে উপস্থিত ছিলেন তেজস্বী প্রকাশ, অর্জুন বিজলানি, জান্নাত জুবায়ের, কৃষ্ণা অভিষেক, দেবিনা বন্দ্যোপাধ্যায়, গুরমিত চৌধুরী, আলি গোনি, জেসমিন ভাসিন, কাশ্মীরা শাহ প্রমুখ। জান্নাত ইনস্টাগ্রামে বেবি শাওয়ারের ঝলক শেয়ার করে নেন এবং পোস্টের ক্যাপশনে ‘টিম বেবি গার্ল’ লিখেছিলেন। ভারতীকে নীল রঙের পোশাকে দেখা যায়। অন্যদের গোলাপি রঙের পোশাক পরতে দেখা গিয়েছে। জায়গাটি নীল এবং গোলাপী বেলুন এবং একটি বড় প্ল্যাকার্ড দিয়ে সজ্জিত করা হয়েছিল, যাতে লেখা ছিল, ‘আর অপেক্ষা করতে পারছি না’।
পার্টিতে ভারতীর মাথায় পরানো হয় টিয়ারা এবং কাঁধে ঝোলানো হয় ‘মাম্মা টু বি’ স্যাশ। আনা হয়েছিল একটি বিশাল কেকও, যার উপরে লেখা— ‘আমি মেয়ের পক্ষেই ভোট দেব।’ অতিথিরা ‘লন্ডন থুমাকদা’-তে নেচে মাতেন, আর হবু মায়ের সঙ্গে ছবি তোলার সেই মুহূর্তগুলির একটি ভিডিও তিনি শেয়ার করেছেন। কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রথম সন্তান, পুত্র লক্ষ্য ওরফে গোল্লার জন্ম ২০২২ সালের এপ্রিল মাসে। এবার একটি কন্যাসন্তানের আশা করছেন ‘কমেডি কুইন’। তবে কয়েক দিন আগেই ভারতী জানান, শারীরিক অবস্থার তেমন ভাল নয়। সুগার বেড়েছে। তাঁর কথায়, ‘আজ সকালে খালি পেটে সুগার পরীক্ষা করালাম, আর সেটার মাত্রা অনেক বেশি। এদিকে মিষ্টিও খাচ্ছি না। সকালে উঠে শুধু এক কাপ চা খাই। তাও আবার পঞ্জাবের চিনি, ব্রাউন সুগার, তাও আধ চামচ। সারাদিন আর চা খাই না। আমার খুব রাগ হচ্ছে যে এত কিছু নিয়ম মানার পরেও কেন সুগার বাড়ছে।’
ভারতীর আগামী প্রজেক্ট— দ্বিতীয় গর্ভাবস্থাতেও বিরতি নেননি ভারতী সিং। বরং সম্প্রতি যোগ দিয়েছেন ‘লাফটার শেফস’-এ। শেফ হরপাল সিং সোখির সঙ্গে এই রিয়্যালিটি কুকিং গেম শোর তৃতীয় সিজন তিনি হোস্ট করবেন। এ বার প্রতিযোগী হিসেবে শোতে দেখা যাবে গুরমিত চৌধুরী–দেবিনা ব্যানার্জি, তেজস্বী প্রকাশ–করন কুন্দ্রা, এলভিশ যাদব, ইশা মালব্য, অভিষেক কুমার, সমর্থ জুরেল, কৃষ্ণা অভিষেক–কাশ্মীরা শাহসহ আরও অনেককে। শো-টি ২২ নভেম্বর থেকে কালার্স টিভিতে সম্প্রচারিত হওয়ার কথা।
