
রাওয়ালপিন্ডি, ১২ নভেম্বর : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার দিনরাত্রির ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালো ৬ রানে। রাওয়ালপিন্ডিতে ২৯৯ রানের পুঁজি গড়ে লঙ্কানদের ২৯৩ রানে আটকে দেয় শাহিন শাহ আফ্রিদির দল। পাকিস্তানের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রাখেন সালমান আলি আগা। কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনি।
রান তাড়ায় দারুণ শুরুর পর মাঝে পথ হারিয়ে ফেলা শ্রীলঙ্কার আশা জাগিয়ে তোলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪৯তম ওভারে তাঁকে ফিরিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন পেসার নাসিম শাহ। হাসারাঙ্গার ৫২ বলে ৫৯ রানই শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংস। বোলিংয়েও তিনি নেন দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট। ৬১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার হারিস রউফ।
