Entertainment

2 hours ago

Ajaz Khan: ‘হাউস অ্যারেস্ট’-এর রেশ কাটেনি, তবুও নতুন আইনি জটিলতায় অভিনেতা এজাজ!

Actor Ajaz Khan
Actor Ajaz Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যৌন ইঙ্গিতপূর্ণ ‘হাউস অ্যারেস্ট’ বিতর্ক থিতিয়ে যাওয়ার পর ফের আইনি জটিলতায় এজাজ খান। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। 

মধ্যপ্রদেশের ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ দণ্ডতিয়া অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের খবর নিশ্চিত করেন। তিনি জানান, “সোশাল মিডিয়ায় ভুয়ো এবং আপত্তিকর পোস্টের অভিযোগে এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তারপরই তাঁকে নোটিস পাঠানো হয়। সেই অনুযায়ী থানায় আসেন। প্রায় মাসদুয়েক পুরনো ওই মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়। শুধু এজাজ খানই নন, এই ঘটনার সঙ্গে যুক্ত কমপক্ষে ৬৮টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট তদন্তকারীদের স্ক্যানারে। তার মধ্যে ৩২টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।” 

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘পথ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন এজাজ। যদিও মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় তিনি কখনও বড় কোনও চরিত্র পাননি। হিন্দি ও তেলুগু ছবিতে মূলত ছোটখাটো ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কয়েকটি হিন্দি ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবেই এজাজ আজও সবচেয়ে বেশি পরিচিত। বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদকযোগ নিয়ে বলিউডে তোলপাড় শুরু হতেই ফের শিরোনামে উঠে আসেন তিনি। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তে তাঁর নাম জড়ায়—ফলে টানা দু’বছর কারাগারে থাকতে হয়। ২০২৩ সালে জামিন পেলেও এজাজকে ঘিরে বিতর্ক থামেনি। সম্প্রতি ‘বিগ বস’-এর আদলে তৈরি তাঁর ‘হাউস অ্যারেস্ট’ রিয়্যালিটি শো নিয়েও উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে—যৌন ইঙ্গিতপূর্ণ এই শোয়ে প্রতিযোগী জুটিদের নানা রকম ‘সেক্স পজিশন’ প্রদর্শন করতে হয়। সেই অশ্লীল কনটেন্টের ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে। শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) ও বজরং দলের তরফে তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আইনি জটিলতায় জড়ালেন এজাজ খান। 

You might also like!