
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিউমোনিয়া, অকেজো লিভার ও শরীরের একাধিক অঙ্গ বিকলের জটিলতায় তিনদিন লড়ার পর মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত ওড়িয়া গায়ক হুমানে সাগর। সোমবার রাতে ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তাঁকে লাইফ-সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়। হুমানে সাগরের প্রয়াণে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেল পোস্টে তাঁর আক্ষেপ, ‘আমাদের সিনেমা, সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’ জনপ্রিয় গায়ককে নিয়ে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংসদ বৈজয়ন্ত পান্ডা।
ভুবনেশ্বর এইমস সূত্রে জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন হুমানে সাগর। বাইল্যাটারাল নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর এবং মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোমসহ একাধিক জটিলতায় আক্রান্ত অবস্থায় ভর্তি হন ৩৫ বছরের জনপ্রিয় এই গায়ক। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয় এবং চিকিৎসা শুরু করা হয়, তবে প্রতিটি রোগই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নানা ওষুধের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়, তাতেও বিশেষ উন্নতি হয়নি। সোমবার রাত ৯টার পর জীবন-মৃত্যুর লড়াই থেমে যায় এবং হুমানে সাগর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, তিতিলাগড়ের সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া হুমানে সাগরের সুরের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই প্রকাশ পেত। খুব কম বয়সেই তার সুরের জাদু সবাইকে মুগ্ধ করত। ওড়িশার জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টেলিভিশন শো থেকে বিনোদন জগতে পা রাখেন তিনি। ২০১৫ সালে প্রথম প্লেব্যাকের সুযোগ পান এবং তাতেই প্রমাণ করেন, তিনি দীর্ঘ পথে সফল হওয়ার যোগ্য। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন শেষ পর্যন্ত তাকে বিপর্যস্ত করে তোলে, ফলস্বরূপ, মাত্র ৩৫ বছর বয়সে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। জনপ্রিয় গায়কের মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনি লিখেছেন, ‘জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হুমানে সাগরের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তাঁর অকালমৃত্যু আমাদের সঙ্গীত ও সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি, পাশে আছি।’
ବିଶିଷ୍ଟ କଣ୍ଠଶିଳ୍ପୀ ହ୍ୟୁମାନ ସାଗରଙ୍କ ବିୟୋଗ ବିଷୟରେ ଜାଣି ମୁଁ ଅତ୍ୟନ୍ତ ଦୁଃଖିତ । ତାଙ୍କର ବିୟୋଗ ଆମ ସଙ୍ଗୀତ ଓ ସିନେମା ପାଇଁ ଏକ ଅପୂରଣୀୟ କ୍ଷତି। ଶୋକସନ୍ତପ୍ତ ପରିବାର ପ୍ରତି ମୋର ସମବେଦନା ଜଣାଇବା ସହ ଦିବଙ୍ଗତ ଆତ୍ମାଙ୍କ ଶାନ୍ତି ପାଇଁ ଭଗବାନଙ୍କ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ଓଁ ଶାନ୍ତି। 🙏
— Mohan Charan Majhi (@MohanMOdisha) November 17, 2025
