Game

1 hour ago

Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’?

Hardik Pandya
Hardik Pandya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভারতের বিখ্যাত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বর্তমানে তাঁর নতুন প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে প্রণয়ে মগ্ন। জনসাধারণের সামনে এই প্রেমলীলা প্রকাশ করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করছেন না। সম্প্রতি হার্দিক ইনস্টাগ্রামে তাঁর জীবনের তিনটি গুরুত্বপূর্ণ সাধনার (বিগ থ্রি) কথা ঘোষণা করেছেন। তবে, তিনি প্রকাশ না করলেও যা সুস্পষ্ট, তা হলো মাহিকা শর্মার প্রতি তাঁর গভীর অনুরাগ। স্নেহমাখা চুমু ও আদরের পাশাপাশি, ভালোবাসার প্রকাশ হিসেবে হার্দিক মাহিকাকে আদর করে কোলে তুলে নিয়েছেন।

ঠিক কী চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? চোট সারিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের লড়াই রয়েছে। ক্রিকেট তো আছেই, তার সঙ্গে আরও দুটো জিনিস ভারতীয় তারকার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেগুলো হল দেশের জার্সির প্রতি ভালোবাসা ও ঈশ্বরে ভক্তি। ইনস্টাগ্রামের ছবিতে ক্যাপশনে লিখেছেন, ‘মাই বিগ থ্রি’। পাশে নীল ভালোবাসার ছবি, ওম চিহ্ন ও ব্যাট-বলের ইমোজি।

সঙ্গের ছবিতে দেখা যায়, হার্দিক ভারতের প্র্যাকটিস জার্সিতে কঠোর অনুশীলন করছেন। ব্যাট হাতে প্রস্তুতি চালাচ্ছেন। আবার বলও করছেন। কখনও বা ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। একটি ছবিতে দেখা যায়, হার্দিক রীতিমতো ধোপদুরস্ত হয়ে ঈশ্বরের নামগান করছেন। সঙ্গী নতুন প্রেমিকা মাহিকা। দুজনে চুমুও খেয়েছেন। তবে সবচেয়ে বেশি চর্চা দু’জনের একটি বিশেষ ছবি নিয়ে। যেখানে জিমে হার্দিকের কোলে উঠে পড়েছেন মাহিকা। হার্দিকও রীতিমতো তাঁকে জড়িয়ে ধরেছেন। যা দেখে নেটিজেনদের বক্তব্য, ‘এই তো জীবন।’

নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে কোনও সম্পর্কের ক্ষেত্রে সেভাবে শিলমোহর দেননি। কিন্তু মাহিকা শর্মার সঙ্গে প্রেমকাহিনি নিয়ে একেবারে খোলামেলা ভারতীয় দলের অলরাউন্ডার। হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেন। মাঠে না থাকলেও, হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত।

You might also like!