Game

1 hour ago

FIFA World Cup: বিশ্বকাপ বাছাই, স্লোভাকিয়াকে হারিয়ে বিশ্বকাপে জার্মানি

FIFA WC qualifiers Germany vs Slovakia
FIFA WC qualifiers Germany vs Slovakia

 

লাইপজিগ, ১৮ নভেম্বর : স্লোভাকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপে পৌছে গেল জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারেনি স্লোভাকিয়া। লাইপজিগের রেড বুল অ্যারেনায় সোমবার রাতে বাছাইয়ের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

ম্যাচের ১৮ মিনিটে গোল করেন ওল্টেমাডে। ২৯ মিনিটে জিন্যাব্রি এবং ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করেন লিরয় সানে। ম্যাচের ৬৪ মিনিটে কিমিচের বদলি বাকু জালের দেখা পান। আর ৭৯ মিনিটে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন ১৯ বছর বয়সি তারকা আসান ওউয়েদ্রাগো। বাছাই পর্বের প্রথম ম্যাচ হেরেছিল জার্মানি। এরপর শেষ রাউন্ডে এসে দুর্দান্ত পারফরম্যানস উপহার দিল জার্মানরা। পুরোনো ক্ষতে প্রলেপ দিয়ে পৌঁছে গেল ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে প্লে-অফে খেলবে স্লোভাকিয়া।

You might also like!