Game

1 hour ago

FC Barcelona match update: অবশেষে কাম্প নউয়ে ফিরছে বার্সেলোনা

Barcelona have already started training at Camp Nou
Barcelona have already started training at Camp Nou

 

বার্সেলোনা , ১৮ নভেম্বর : কাম্প নউয়ে ফেরার অনুমতি পেয়েছে বার্সেলোনা । দুই বছরের বেশি সময় পর চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে খেলতে যাচ্ছে কাতালান ক্লাবটি। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আগামী শনিবারের লা লিগার ম্যাচটি কাম্প নউয়ে খেলার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে বার্সেলোনা। ২০২৩ সালের মে মাসে সবশেষ কাম্প নউয়ে খেলেছিল বার্সেলোনা। এরপর এখানে ব্যাপক সংস্কার শুরু হয়। অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’ এর সঙ্গে জার্সি ও স্টেডিয়াম স্পন্সরশিপ চুক্তির শর্ত হিসেবে স্টেডিয়ামটির নাম বদলে হয়েছে স্পটিফাই কাম্প নউ।

You might also like!