Game

1 hour ago

Sports Update: বছরের শেষ ম্যাচে জয় পেল না ব্রাজিল

Brazil failed to win in the last match of the year
Brazil failed to win in the last match of the year

 

প্যারিস, ১৯ নভেম্বর : বছরের শেষ ম্যাচে জয় পেল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারালেও মঙ্গলবার তিউনিসিয়ার সঙ্গে তাদের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। তবে এই ম্যাচে জয় পেতে পারতো ব্রাজিল। কারন, পাকেতার পেনাল্টি মিসের কারণে জয় থেকে বঞ্চিত হয় তারা। ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ব্রাজিলেরই, কিন্তু আক্রমণগুলো ধারাল ছিল না। ২৩ মিনিটে গোলও হজম করে তারা। গোলটি করেন হাজেম মাস্তুরি। পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের ওপর চাপ বাড়ান ভিনিসিউস-রদ্রিগোরা। গোল আসে বিরতির আগেই। ৪৪ মিনিটে সমতায় ফেরে আনচেলত্তির দল। তিউনিসিয়ার ডি-বক্সে তাদের ডিফেন্ডার ব্রুনের হাতে বল লাগলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিকে গোলটি করেন এস্তেভোঁ।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ডি-বক্সে ভিতো হকে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকেতা গোল করতে ব্যর্থ হন। ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। অবশ্য যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে হাসিমুখে মাঠ ছাড়তে পারতো তারা। কিন্তু সেটা হলো না, এস্তেভোঁর শট পোস্টে লেগে বেরিয়ে যাওয়ার জন্য।

You might also like!