Entertainment

1 hour ago

Rajamouli: ‘বারাণসী’ ট্রেলার বিতর্কে উত্তাল নেটদুনিয়া, রাজামৌলির বিরুদ্ধে FIR–এ ফের ভাইরাল পুরনো মন্তব্য!

Filmmaker SS Rajamouli
Filmmaker SS Rajamouli

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘বারাণসী’র ট্রেলার প্রকাশের সময় হনুমানজিকে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের আগুন জ্বলছিলই। দক্ষিণী পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাইতে দাবি তুলেছিলেন নেটিজেনরা। এবার সেই বিতর্ক আরও ঘনীভূত হয়ে পৌঁছল আইনের দরজায়—‘বাহুবলী’–খ্যাত পরিচালক রাজামৌলির বিরুদ্ধে দায়ের হল এফআইআর। 

বিতর্কের জন্ম হয়েছে রাজামৌলির আসন্ন ছবি ‘বারাণসী’র ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারন-সহ একদল তারকা থাকছেন এই ছবিতে। রুদ্র রূপে দেখা যাবে মহেশ বাবুকে, কুম্ভের চরিত্রে পর্দায় হাজির হবেন পৃথ্বীরাজ, আর মন্দাকিনীর ভূমিকায় থাকছেন প্রিয়াঙ্কা। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত ট্রেলার লঞ্চে হঠাৎ বিদ্যুৎ সংযোগে সমস্যা তৈরি হওয়ায় সাময়িক জটিলতা দেখা দেয়।  এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজামৌলি বলেন, “আমার ভগবানের প্রতি তেমন বিশ্বাস নেই। আমার বাবা বলতেন হনুমানজি আমাদের রক্ষা করেন। প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার পর আমার হনুমানজির কাছে জিজ্ঞাস্য তিনি আমাকে কীভাবে রক্ষা করবেন?” রাজামৌলির দাবি, “বাবার মতো স্ত্রী-ও হনুমানজিকে বিশ্বাস করেন। ও তো আবার হনুমানজিকে বন্ধু মনে করে। তাঁর সঙ্গে কথা বলে। এসব দেখলে আমার রাগ হয়।” 

পরিচালকের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক চরমে ওঠে। এরপরই রাষ্ট্রীয় বানর সেনা তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। উল্লেখ্য, এর আগেও এমন মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছিলেন রাজামৌলি। সে সময় তিনি শ্রীরামকে নিয়ে মন্তব্য করেছিলেন। ২০১১ সালে এক্স (তখন টুইটার)–এ এক পোস্টের জবাবে তিনি লিখেছিলেন, ‘আমি কখনওই ভগবান রামকে পছন্দ করিনি। বরং অবতারদের মধ্যে শ্রীকৃষ্ণই আমার বেশি পছন্দের।’ তখনও তাঁর মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক হয়েছিল। এবার আবারও তিনি সমালোচনার কেন্দ্রে—এবং এ বার এফআইআর পর্যন্ত দায়ের হওয়ায় সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে।  

You might also like!