
নয়াদিল্লি, ১১ নভেম্বর : মঙ্গলবার সকাল ৭টায় দেশের ৬টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন জম্মু ও কাশ্মীরের বদগাম ও নাগরোটা, রাজস্থানের অন্তা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরণ তারণ, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নুয়াপাড়ায় ভোটগ্রহণ চলছে।
এদিকে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফায় রাজ্যের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১২২টিতে এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ধাপে ২০টি জেলায় প্রায় ৩ কোটি ৭০ লক্ষ ভোটার ১,৩০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ২০টি জেলায় নিরাপত্তার জন্য ৪ লক্ষেরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পর্যায়ে ৪৫,৩৯৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৪০,০৭৩টি গ্রামীণ এবং ৫৩২৬টি শহরাঞ্চলের ভোটকেন্দ্র।
