Entertainment

3 hours ago

Shraddha Kapoor: ‘লাবণী’ নাচের সেটে গুরুতর চোট পেলেন শ্রদ্ধা, বন্ধ ‘এথা’-র শুটিং!

Shraddha Kapoor
Shraddha Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শ্রদ্ধা কাপুর বর্তমানে মহারাষ্ট্রের জনপ্রিয় তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের বায়োপিক ‘এথা’-র শুটিংয়ে ব্যস্ত। মাসখানেক ধরে চরিত্রটি আত্মস্থ করতে কঠোর হোমওয়ার্ক করেছেন শ্রদ্ধা। কিন্তু সেই ছবির সেটে নাচের সময় এবার গুরুতরভাবে আহত হলেন অভিনেত্রী।  

বলিউড সূত্রে খবর, গত সপ্তাহে পরিচালক লক্ষ্মণ উতরেকর ‘এথা’-র শুটিং শুরু করেছিলেন। কিন্তু কয়েক দিনের শুটিং চলার পরই ঘটে বিপত্তি। কিংবদন্তী তামাশা শিল্পী বীথাবাঈয়ের ভঙ্গিতে নাচের চেষ্টা করতে গিয়ে গুরুতর চোট পান শ্রদ্ধা কাপুর। জানা গেছে, তিনি আসলে নারায়ণগাঁওকারের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’ স্টাইলে নাচছিলেন। নাচের সময় শারীরিক ভারসাম্য হারিয়ে পড়ে গেলে শ্রদ্ধার বাঁ পায়ের আঙুল ভেঙে যায়। 

‘লাবণী’ নৃত্যশৈলীতে ছন্দের সঙ্গে দ্রুতগতিতে নাচতে হয়। অজয়-অতুলের সুরে শ্রদ্ধা সেটে সেই ডান্সস্টেপ প্র্যাকটিস করছিলেন। তখন তার পরনে ছিল ভারী কাজের নওরী শাড়ি, গা ভর্তি গয়না এবং পেল্লাই আকৃতির কোমরবন্ধ। এই সবের সঙ্গে ঢোলের তালে নাচতে গিয়ে একপায়ে ভারসাম্য হারান তিনি। যুবতী বীথাবাঈয়ের চরিত্রের জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছেন শ্রদ্ধা, যা আরও চাপ বাড়িয়েছিল। এর ফলে পড়ে যাওয়ার সময় বাঁ পায়ের আঙুল ভেঙে যায় এবং শুটিং তৎক্ষণাৎ বন্ধ করতে হয় পরিচালক লক্ষ্মণ উতরেকরকে। অপরদিকে অভিনেত্রীর ভাইয়ের ২৫২ কোটির মাদক মামলা ডাক পড়েছে। এমতাবস্থায় অভিনেত্রী আহত হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। 




You might also like!