Breaking News

 

Country

1 hour ago

Vijay Kumar Sinha: নির্বাচন কমিশন ও ইভিএম-কে দোষারোপ করার অজুহাত খুঁজছে বিরোধীরা, বিজয় সিনহা

Vijay Kumar Sinha
Vijay Kumar Sinha

 

পাটনা, ১২ নভেম্বর : বিহারে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা এমনই ইঙ্গিত দিচ্ছে। বুথ ফেরত এই সমীক্ষা প্রসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা বুধবার বলেন, "গণতন্ত্রের জননী বিহারে বসবাসকারী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রধানমন্ত্রী মোদী এবং নীতীশ কুমারের ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের গতি আরও একবার ত্বরান্বিত করার সুযোগ দেওয়ার জন্য। জনগণ এনডিএ-র উপর আস্থা রেখেছে, কিন্তু বিহারের জনগণ আরজেডি-কংগ্রেসকে শিক্ষা দিয়েছে, যারা ফাঁপা ঘোষণা করে। ফলাফল প্রকাশিত হলে তাঁদের অবশ্যই মেনে নিতে হবে। তাঁরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন, ইভিএম-কে দোষারোপ করার অজুহাত খুঁজছে।"

বিহারের এবার দুই দফায় ভোটে রেকর্ড ভোট পড়েছে। এই বিপুল ভোটার উপস্থিতি সম্পর্কে বিজয় সিনহা বলেন, "এটি গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ও সমগ্র দেশের জন্য একটি উদাহরণ। এটি তাদের প্রতিও উত্তর যারা নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন তুলেছিলেন, এটাও বুঝিয়ে দিল যে এসআইআর-এর ওপর যে বিষয়টি উত্থাপন করেছিলেন তাঁরা তা কেউ সমর্থন করেনি।"

You might also like!