West Bengal

2 hours ago

Malda Accident: মালদায় ট্রাকের সঙ্গে ডাম্পারের ধাক্কা, মৃত দুই

Malda Accident
Malda Accident

 

মালদা, ১০ নভেম্বর : পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দু'জনের। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ছোট সুজাপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা হলেন বছর পঁচিশের সুলতান মণ্ডল ও আব্বাস। জানা গেছে, আব্বাসের বয়স ২৬ বছর। তাঁদের দু'জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়। তাঁরা উভয়ে ট্রাকের চালক এবং সহকারী চালকের কাজ করতেন। এ দিন গাড়ি নিয়ে নিয়ে সুলতান ও আব্বাস রায়গঞ্জে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ট্রাকের চালক এবং সহকারী চালক সুলতান ও আব্বাসের মৃত্যু হয়। ডাম্পার চালক পলাতক বলে দাবি পুলিশের। ঘটনার তদন্ত করছে পুলিশ।

You might also like!