West Bengal

1 hour ago

Nadia Barabazar Fire: নদিয়ার শান্তিপুরে বড় বাজারে আগুন, পুড়ে ছারখার একাধিক দোকান

Nadia Barabazar Fire
Nadia Barabazar Fire

 

নদিয়া, ২২ নভেম্বর : নদিয়ার শান্তিপুরে আগুন লাগল বড় বাজারে। শুক্রবার মধ্যরাতে বড় বাজারে আগুন লাগে, প্রথমে তা নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। কী ভাবে এই অগ্নিকাণ্ড? তা খতিয়ে দেখা হচ্ছে।

শান্তিপুর বড় বাজার তরকারি বাজারে মধ্যরাতে আগুন লাগে। আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় একাধিক দোকান। বাজার জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ বাহিনী। উপস্থিত হন ওসি অনুপম ঢালী-সহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল দফতরে। শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে একটি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি বড় ইঞ্জিন এসে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সাহায্য করতে।

You might also like!