Video

10 hours ago

Crocodile Release | সুন্দরবনের হোম-স্টেতে কুমির আতঙ্ক!

 

হোম -স্টে ট্যুরিজমের জন্য বিখ্যাত সুন্দরবনের বিছিন্ন মৌসুনি দ্বীপ। এবার সেই দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপের বাসিন্দা থেকে পর্যটকরা। গতকাল সন্ধেয় স্থানীয় বাঘডাঙা এলাকার যাতায়াতের রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি। খবর দেওয়া হয় বনদপ্তরের বকখালি রেঞ্জে। রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে ফেলে। রাতেই কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়েছে। চিকিৎসার পর ৫ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে।

You might also like!