ডর্টমুন্ড, ২৪ মার্চ : প্রথম লেগের ব্যবধান ঘোচাতে পারল না ইতালি। দুই লেগের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠে গেল জার্মানি। সেমিফাইনালে জার্মানি খেলবে পর্তুগালের সঙ্গে। ডর্টমুন্ডে রবিবার রাতে শেষ আটের ফিরতি লেগ ৩-৩ ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে সেমি ফাইনালে গেল জার্মানি। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল জার্মানি।
জার্মানি ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ইতালির সঙ্গে ৩-৩ গোলে ড্র এর ম্যাচে প্রথম হাফে ৩ গোলে এগিয়ে গেলেও, দ্বিতীয় হাফে ৩ গোল হজম করে তারা। সুতরাং প্রথম লেগের জয়ই ব্যবধান গড়ে দেয়। এদিন জার্মানির হয়ে গোল করেন কিমিচ, মুসিয়ালা ও ক্লেইন্ডিয়েনস্ট। বিপরীতে ইতালির হয়ে জোড়া গোল করেন কিন। আর বাকি গোলটি করেন রাসপাদোরি।