Country

4 days ago

RJD MPs protest on OBC issue: সংসদ চত্বরে আরজেডি-র বিক্ষোভ, ওবিসিদের জন্য ৬৫ শতাংশ সংরক্ষণের দাবি

RJD MP Misa Bharti
RJD MP Misa Bharti

 

নয়াদিল্লি, ২১ মার্চ : বিহারে ওবিসিদের ৬৫ শতাংশ সংরক্ষণের দাবিতে শুক্রবার টি-শার্ট পরে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন আরজেডি সাংসদরা। মনোজ কুমার ঝা, মিসা ভারতী, সঞ্জয় যাদব প্রমুখ আরজেডি সাংসদরা এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। বিহারে ওবিসিদের জন্য ৬৫ শতাংশ সংরক্ষণের দাবি জানান তাঁরা। আরজেডি সাংসদ মিসা ভারতী বলেন, "আমরা যখন ক্ষমতায় আসি, তখন আমরা একটি জাতিগত জনগণনা পরিচালনা করেছিলাম এবং এর ফলাফলের ভিত্তিতে ৬৫% সংরক্ষণ নিশ্চিত করেছিলাম। আমাদের দল চেয়েছিল, কোনও ধরণের হস্তক্ষেপ রোধ করার জন্য এটি নবম তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। তবে, সেই সময়ে নীতীশ কুমারের উদ্দেশ্য স্পষ্ট ছিল না, যে কারণে এটি বাস্তবায়িত হয়নি। এখন আমরা নবম তফসিলে এটি অন্তর্ভুক্তির দাবিতে প্রতিবাদ করছি।"

You might also like!