Game

2 days ago

Virat Kohli: উদ্বোধনী ম্যাচেই কৃতিত্ব, ১০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli

 

কলকাতা, ২৩ মার্চ  : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ১০০০ রান পূর্ণ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরাট কোহলি।

শনিবার রাতে ইডেন গার্ডেনে ২০২৫ মরশুমের উদ্বোধনী খেলায় কোহলি এই কৃতিত্ব অর্জন করেন। এটি ছিল কেকেআরের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানের ৩৩-তম ইনিংস।

আইপিএলে একটি দলের বিরুদ্ধে সর্বোচ্চ রান:

ডেভিড ওয়ার্নার - ১১৩৪ বনাম পঞ্জাব কিংস

শিখর ধাওয়ান - ১১০৫ বনাম চেন্নাই সুপার কিংস

ডেভিড ওয়ার্নার - ১০৯৩ বনাম কেকেআর

বিরাট কোহলি - ১০৮১ বনাম দিল্লি ক্যাপিটালস

রোহিত শর্মা - ১০৭০ বনাম কেকেআর

বিরাট কোহলি - ১০৬৭ বনাম চেন্নাই সুপার কিংস

রোহিত শর্মা - ১০৩৪ বনাম দিল্লি ক্যাপিটালস

বিরাট কোহলি - ১০৩০ বনাম পঞ্জাব কিংস

বিরাট কোহলি ১০০০( অপরাজিত) বনাম কলকাতা নাইট রাইডার্স।

You might also like!