Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

3 months ago

Dr. Manik Saha: রেগায় শ্রমদিবস সৃষ্টিতে ত্রিপুরা দেশে সপ্তম : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : ২০২৪-২৫ অর্থ বছরে রাজ্যে গড়ে ৫৯ দিন কাজ হয়েছে যেখানে জাতীয় গড় শ্রমদিবস মাত্র ৪৯ দিন। দেশের মধ্যে গড় শ্রমদিবসের দিক দিয়ে রাজ্যের স্থান বর্তমানে সপ্তম।ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই তথ্য দিয়েছেন।

বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেন কর্তৃক আনিত বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে এমজিএন রেগায় রাজ্যের জন্য প্রায় ১২০০ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ১১২২.৬২ কোটি এবং রাজ্য থেকে ৭৭.৪৮ কোটি টাকা প্রদান করা হয়েছে। এবছর এখন পর্যন্ত ৭৬০ কোটি টাকা মজুরি বাবদ প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এমজিএন রেগা একটি চাহিদা ভিত্তিক প্রকল্প। চাহিদা অনুযায়ী প্রতি জব কার্ড (গ্রামীণ পরিবার) ১০০ দিন পর্যন্ত কাজ পেতে পারেন। পাট্টাপ্রাপকরা ১৫০ দিন পর্যন্ত কাজ পেতে পারেন। বর্তমানে রাজ্যে শ্রমদিবস পিছু সর্বোচ্চ ২৪২ টাকা মজুরি প্রদান করা হয়।

You might also like!