Game

12 hours ago

FIFA World Cup 2026 Qualifiers: বুধবার আর্জেন্টিনার ম্যাচ, উন্মুখ ব্রাজিল কোচ

Dorival Júnior
Dorival Júnior

 

কলকাতা, ২৫ মার্চ : বুধবার গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা ম্যাচ। এই ম্যাচে সমালোচনার জবাব দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিল কোচ মনে করছে , এজন‍্য দেড় দশকের বেশি সময়ের মধ‍্যে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারাতে হবে তাদেরই মাঠে। ব্রাজিল কোচ দরিভাল বলছে ,"আমরা বিশ্ব চ‍্যাম্পিয়ন ও লাতিন আমেরিকার চ‍্যাম্পিয়ন, সাম্প্রতিক সময়ে বিশ্বের সফলতম দল আর্জেন্টিনার মুখোমুখি হব। আমরা সেখানে জয়ের জন‍্যই যাব। আমরা নিজেদের সেরা ফুটবল খেলার এবং তাদের মাঠেই তাদের হারানোর চেষ্টা করব।”

আর্জেন্টিনায় স্বাগিতকদের বিপক্ষে সবশেষ ২০০৯ সালে জিতেছিল ব্রাজিল। আর সব মিলিয়ে সবশেষ জয় এসেছিল ২০১৯ সালে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে। পরের ৪ ম‍্যাচের ৩ টিতেই হেরেছে ব্রাজিল, সবকটি ১-০ ব‍্যবধানে। অর্থাৎ এই ম‍্যাচের আগে আর্জেন্টিনাকে প্রায় ৬ বছর ধরে হারাতে পারছে না ব্রাজিল, প্রতিপক্ষের মাঠের হিসাবে ১৬ বছর। কলম্বিয়ার বিপক্ষে জিতে পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে ব্রাজিল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে ইকুয়েডর। আর ৭ পয়েন্টে নিয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা। বুধবার বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

You might also like!