Country

2 days ago

Assam: বাংলাদেশে পাচারের পথে শ্রীভূমিতে বিএসএফ-এর অভিযানে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার আতশবাজি ও পূজার উপকরণ সামগ্রী

Crackers-puja items seized in BSF raid_Sribhumi
Crackers-puja items seized in BSF raid_Sribhumi

 

শ্রীভূমি (অসম), ২৩ মাৰ্চ : নেশাসামগ্রী নয়, এবার বাংলাদেশে পাচারের পথে আজ শনিবার ভোররাতে লক্ষাধিক টাকার আতশবাজি এবং পূজার উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে ১৬ নম্বর বিএন বিএসএফ। কাঁটাতারের বেড়া কেটে, নদী সীমান্ত দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে চোরাকারবারীরা। এবার বিভিন্ন ধরনের সামগ্রী পাচার করতে গিয়ে কৌশল অবলম্বন করলে পাচারকারীদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে বিএসএফ-এর তত্পারতায়। তবে চোরাকারবারীদের পরিকল্পনা ব্যর্থ করে বিএসএফ সাফল্য লাভ করলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি

সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে অভিযানে নামেন বিএসএফ-এর জওয়ানরা। বর্ডার রোডে টহল থাকার পর অতিরিক্তভাবে নিরীক্ষণ রাখা হয় উত্তর করিমগঞ্জের জগন্নাথি এলাকার ভিতরগুল সীমান্তকে। শেষে সাফল্য আসে আজ শনিবার ভোর রাতে। বাজেয়াপ্তকৃত সামগ্রীগুলি নিয়ে আসা হয় বিওপিতে।

বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, উদ্ধারকৃত সামগ্রী সহ নৌকার বাজারমূল্যে প্রায় দেড় লক্ষাধিক টাকা। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাচালানের সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে গোয়েন্দারা তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন। সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আসন্ন বাসন্তী পূজা এবং নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের বাজারে চাহিদা বেড়েছে পূজার উপকরণ সামগ্রী সহ আতশবাজির। যার দরুন এ ধরনের সামগ্রী পাচারের জন্য উঠেপড়ে লেগেছে চোরাকারবারীরা। সুযোগ বুঝে ফেন্সিঙের উপর দিয়ে এগুলো পাচার করা হয় বাংলাদেশে।

You might also like!