Technology

1 day ago

Google Doodle today: গুগল বিশেষ ডুডল দিয়ে উদযাপন করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর!

Google Doodle celebrates IPL 2025
Google Doodle celebrates IPL 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২২শে মার্চ অর্থাৎ শনিবার গুগল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসরের জন্য একটি বিশেষ ডুডল পোস্ট করেছে, আজ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামছে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে খেলা প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি এই খেলাকেঘিরে বর্তমান গুগল ডুডলে দুটি হাঁসকে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। গত ১৭ বছরে, আইপিএল বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লীগে পরিণত হয়েছে এবং ২০০৮ সাল থেকে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাস্তবায়িত সমস্ত জাঁকজমক এবং গ্ল্যামার দিয়ে আবারও ভারতকে মোহিত করতে প্রস্তুত অংশগ্রহণকারী খেলোয়াররা। কেকেআর বেশ কিছুদিন ধরেই ইডেনে অনুশীলন সারছে। বিরাট কোহলি-সহ আরসিবি দল কলকাতায় পা দেওয়ার পরেই শহরে ক্রিকেট নিয়ে উন্মাদনা তুঙ্গে। হাই-ভোল্টেজ ম্যাচের উন্মাদনায় গা ভাসানোর প্রসঙ্গ তো রয়েছেই, তার উপর বাড়তি পাওনা জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এই মরসুমে কেকেআরের নেতৃত্ব দেবেন কারণ তিনি ৩৬ বছর বয়সে আইপিএল ২০২৫-এর সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, দীশা পাটানি, শ্রেয়া ঘোষাল, করণ আউজলারা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। তবে সেই অনুষ্ঠানে আরও চমক থাকতে পারে, এমনটা মনে হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। কেননা শাহরুখ নিজে যখন উপস্থিত থাকবেন ইডেনে, তাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না, এমনটা ভাবা খুব স্বাভাবিক নয়। শোনা যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাবে কিং খানকে। তবে সকাল থেকে বিরামহীন বৃষ্টি অবশ্য নেতিবাচক ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। 


তবে আজ কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচের পর, গতকাল অর্থাৎ রবিবার পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে মোট ৩৪টি ম্যাচে সম্মুখসমরে নামে। বিগত ম্যাচগুলিতে ২০টি ম্যাচ জিতেছে কেকেআর,১৪টি ম্যাচ জিতেছে আরসিবি।সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্টতই পাল্লা ঝুঁকে নাইট রাইডার্সের দিকে। যদিও নতুন মরশুমে হিসাবটা বদলে দিতেই পারেন বিরাট কোহলিরা। তাই এই ম্যাচে জয়ের হাসি কে হাসে! সেটাই এখন দেখার। 

গুগল ডুডল হল গুগলের হোমপেজে লোগোর বিশেষ পরিবর্তন যা বিশেষ দিন এবং বিভিন্ন অনুষ্ঠানগুলিকে স্মরণ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আইপিএল বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লীগ হওয়ায়, এটি গুগলের লোগোতে একটি বিশেষ স্থান করে নিয়েছে। আইপিএল বিশ্বব্যাপী  সর্বাধিক অংশগ্রহণকারী ক্রিকেট লীগ। এটি সমস্ত ক্রীড়া লিগের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। আইপিএলের সাফল্য বাণিজ্যিক এবং জনপ্রিয় উভয়ই দিকে শীর্ষে। এটি ভারত এবং বিশ্বব্যাপী ক্রিকেটের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে, খেলোয়াড়দের সুপারস্টারে পরিণত করেছে।

You might also like!