Game

2 days ago

UEFA Nations League: রুদ্ধশ্বাস উত্তেজনার টাইব্রেকারে জিতে নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্স

UEFA Nations League
UEFA Nations League

 

প্যারিস, ২৪ মার্চ : রুদ্ধশ্বাস উত্তেজনার টাইব্রেকারে জিতে নেশন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। ঘরের মাঠে রবিবার রাতে ৯০ মিনিটে ২-০ গোলে ম্যাচ জিতে লড়াইয়ে টিকে থাকে ফ্রান্স। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আসে গোল। ডি বক্সের খুব কাছ থেকে চমৎকার ফ্রি কিকে গোল করে মাইকেল ওলিসে ফ্রান্সকে এগিয়ে দেন। ৭৯ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফ্রান্স। ওলিসের কাটব‍্যাক পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন দেম্বেলে।

ক্রোয়েশিয়াও প্রথম লেগে একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। এরপর অতিরিক্ত সময়েও কোনও দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বলা যেতে পারে ক্রোয়েশিয়া গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের কৃতিত্বে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম ৫ শটে দুই দলই দুটি করে মিস করে। তবে পরে দুই শটের দুটিতেই ফ্রান্স গোল পেলেও ক্রোয়েশিয়ার একটি শট ঠেকিয়ে দেয় ফরাসি গোলকিপার। আর তাতেই এমবাপেরা নেশন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।


You might also like!