দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : লা লিগায় শিরোপার লড়াইয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। ফেররান তরেসের জোড়া গোল ও লামিন ইয়ামালের চমক দলকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। আক্ষরিক অর্থেই গতকাল রাতে রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প লিখেছেন লামিনে ইয়ামাল ((Lamine Yamal )-ফেরান তরেসরা।
যেখানে ৭২ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে হারতে থাকা বার্সা শেষ পর্যন্ত জিতেছে ৪-২ গোলে। তাও জয়সূচক গোল দুটি এসেছে যোগ করা সময়ে। অবিশ্বাস্যই বটে। এই রূপকথার গল্প লেখার কৃতিত্বটা দিতে হবে ইয়ামাল ও তরেসকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অসাধারণ এক গোল করে ম্যাচে প্রথমবারের মতো বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল (Lamine Yamal )।৬ মিনিট পর ব্যবধান ৪-২ করেন তরেস। ৭৮ মিনিটে এই তরেসের গোলেই সমতায় ফিরেছিল বার্সা। সব মিলিয়ে অনবদ্য এক থ্রিলার লিখে শিরোপা লড়াইয়ে নিজেদের দাবিটা বেশ উঁচু স্বরেই জানিয়ে রাখল বার্সা। আর জিততে জিততে হেরে যাওয়া আতলেতিকো ট্রফির লড়াই থেকে খানিকটা পিছিয়েই পড়ল।
থ্রিলার লিখে জেতার পর পয়েন্ট তালিকায় এক ম্যাচ হাতে রেখে এখন সবার ওপরে উঠে গেছে বার্সা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৬০। ২৮ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬০। কিন্তু গোল ব্যবধানে বার্সার (+৪৮) চেয়ে রিয়াল (+৩২) বেশ পিছিয়ে। আর তিনে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬।
এই মৌসুমে গতকালের আগে আতলেতিকোর বিপক্ষে দুটি ম্যাচ খেলে কোনোটিতেই জিততে পারেনি বার্সা। লা লিগায় ঘরের মাঠে বার্সা হেরেছিল ২-১ গোলে, আর কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচ ড্র হয়েছে ৪-৪ গোলে। এমন পরিস্থিতিতে আতলেতিকোর মাঠে কিছুটা সতর্ক থেকেই মাঠে নামতে হয় বার্সাকে। যদিও কোনো সতর্কতাই প্রথমার্ধে কাজে আসেনি। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত ফিনিশিংয়ে করা গোলে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে বার্সা।
বিরতির পর ম্যাচে ফেরার পথ খুঁজতে থাকা বার্সা বড় ধাক্কা খায় ৭০ মিনিটে। আলেক্সান্দার সরলোথের গোলে তখন ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে এরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। প্রথমে ৭২ থেকে ৭৮—এই ৬ মিনিটের মধ্যে বার্সা করে দুই গোল। প্রথমটি রবার্ট লেভানডফস্কি, দ্বিতীয়টি তরেস।আর ৯২ থেকে ৯৮ এই ৬ মিনিটের মধ্যে আসে আরও দুই গোল। আর এই ১২ মিনিটের বার্সা-ঝড়ে শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে যায় আতলেতিকো। আর বার্সা লেখে ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প।
এই জয়ের পর ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে একমাত্র অপরাজিত দলও এখন বার্সেলোনা। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৫টিতে জয় ও ৩টিতে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। আর অপরাজিত থাকার পথে এই বছর বার্সা গোল করেছে সব মিলিয়ে ৬০টি। পাশাপাশি এই ম্যাচ দিয়ে আরও একটি কীর্তি গড়েছে বার্সা। লা লিগায় এই শতকে প্রথমবারের মতো দুই গোলে পিছিয়ে থাকার পর শেষ ২০ মিনিটে ঘুরে দাঁড়িয়ে জিতল কাতালুনিয়ার ক্লাবটি।
এই জয়ের পর ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে একমাত্র অপরাজিত দলও এখন বার্সেলোনা। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৫টিতে জয় ও ৩টিতে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। আর অপরাজিত থাকার পথে এই বছর বার্সা গোল করেছে সব মিলিয়ে ৬০টি। পাশাপাশি এই ম্যাচ দিয়ে আরও একটি কীর্তি গড়েছে বার্সা। লা লিগায় এই শতকে প্রথমবারের মতো দুই গোলে পিছিয়ে থাকার পর শেষ ২০ মিনিটে ঘুরে দাঁড়িয়ে জিতল কাতালুনিয়ার ক্লাবটি।