kolkata

10 hours ago

Birbaha hansda on Holi: শান্তিনিকেতনে হোলি নিষিদ্ধ করা হয়নি, মন্তব্য বীরবাহা হাঁসদার

Birbaha Hansda
Birbaha Hansda

 

কলকাতা, ১৩ মার্চ : শান্তিনিকেতনে হোলি নিষিদ্ধ করা হয়নি, জানিয়ে দিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। একইসঙ্গে তিনি বলেছেন, আমরা জনগণকে পরিবেশ সুরক্ষিত করার জন্য অনুরোধ করেছিলাম। বৃহস্পতিবার মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেছেন, যখন মানুষ হোলি খেলে - এতে এমন রাসায়নিক থাকে যা গাছের ক্ষতি করতে পারে, যারা এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন তাদের সকলকে আমি অনুরোধ করব, প্রতিটি জায়গার পরিস্থিতি আলাদা। মন্ত্রী বীরবাহা হাঁসদা আরও বলেছেন, "আমি জানি না (হোলি নিষিদ্ধ করার নোটিশ সম্পর্কে)। আমি মিডিয়ার মাধ্যমে এই তথ্য পেয়েছি। তবুও, আমি তা খতিয়ে দেখব। আমরা হোলি নিষিদ্ধ করিনি, কেবল একটি অনুরোধ করেছি। আমি এখনও পর্যন্ত নোটিশ সম্পর্কে কিছুই জানি না।"

You might also like!