Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Country

7 hours ago

Government Welfare Update:সুফল পাবে জনগণ, ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি নীতীশের

125 units free power Bihar
125 units free power Bihar

 

পাটনা, ১৭ জুলাই : ভোটমুখী বিহারে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৃহস্পতিবার নীতীশ কুমার এক্স মাধ্যমে জানিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১ আগস্ট (২০২৫) থেকে, অর্থাৎ জুলাই মাসের বিল থেকেই, রাজ্যের সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না।

নীতীশ দাবি করেছেন, "আমরা শুরু থেকেই সবাইকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১ আগস্ট, ২০২৫ থেকে, অর্থাৎ জুলাই মাসের বিল থেকে, রাজ্যের সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য অর্থ প্রদান করতে হবে না। এর ফলে রাজ্যের মোট ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি, আগামী তিন বছরে, এই সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের সম্মতি নিয়ে তাদের বাড়ির ছাদে অথবা কাছাকাছি কোনও পাবলিক প্লেসে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে উপকৃত করা হবে।"

নীতীশ কুমার আরও জানিয়েছেন, "কুটির জ্যোতি যোজনার আওতায়, রাজ্য সরকার অত্যন্ত দরিদ্র পরিবারের জন্য সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্পূর্ণ খরচ বহন করবে এবং অবশিষ্ট অর্থের জন্য পর্যাপ্ত সহায়তাও প্রদান করবে। এর ফলে, গার্হস্থ্য গ্রাহকদের এখন ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও খরচ করতে হবে না এবং একটি অনুমান অনুসারে, আগামী তিন বছরে রাজ্যে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত সৌরশক্তি পাওয়া যাবে।"


You might also like!