মুম্বই, ২৫ জুলাই : মহারাষ্ট্রের জ্বলগাঁও জেলার চলিসগাঁওয়ের কান্নড় ঘাট এলাকায় বড়সড় মাদক ধরল পুলিশ। একটি গাড়ি থেকে প্রায় ৩৯ কেজি মাদক (কেটামিন) বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৬০ কোটি টাকা। জানা গেছে , গাড়িটি দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। চালককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি গাড়ি বিপুল পরিমাণ মাদক (কেটামিন) বহন করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্র জাতীয় সড়কের পুলিশের নেতৃত্বে একটি দল কান্নড় ঘাটের পাদদেশে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে। গাড়িটির তল্লাশিতে ৩৯ কেজি মাদক (কেটামিন) উদ্ধার হয়। যা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। গ্রেফতার চালকের জবানবন্দিতে জানা গিয়েছে, গাড়িটি দিল্লি থেকে ইন্দোর হয়ে ধুলে ও ছত্রপতি সাম্ভাজীনগর পেরিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল। পুলিশ এখনও পুরো চক্রের হদিসে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বিপুল পরিমাণ মাদক (কেটামিন) পাচারের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে।